Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মগবাজারে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২২ ১৪:৩০

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকার রেললাইনে ট্রেনের ধাক্কায় শামীম (৭) নামে এক শিশু মারা গেছে।

সোমবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত শামীম ময়মনসিংহর জেলার ধুবাউরা থানার চন্দ্রিকান্দা গ্রামের দিনমজুর রুবেল হোসেনের ছেলে। মগবাজার ওয়ারলেস গেট পোড়া বস্তিতে পরিবারের সঙ্গে থাকত। স্থানীয় একটি স্কুলের ১ম শ্রেণির ছাত্র ছিল শামীম।

দুই ভাইয়ের মধ্যে শামীম ছিল বড়। তার মা তাসলিমা আক্তার অন্যের বাসায় কাজ করেন।

শিশুটির প্রতিবেশী খালা মরিয়ম বেগম জানান, তারা মগবাজার ওয়ারলেস গেট পোড়া বস্তিতে থাকেন। দুপুরে ওয়ারলেস গেট ডাক্তার গলিতে অন্য বাচ্চাদের সঙ্গে শামীম খেলছিল। খেলতে খেলতে দৌড়ে ডাক্তার গলির মুখে রেললাইনে চলে যায় শামীম। এ সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া তেজগাঁওগামী ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে শামীম ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রাই তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/একে

টপ নিউজ রেল লাইন শিশুর মৃত্যু

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর