Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুল নম্বরে বিকাশ, টাকা উদ্ধার করে ফেরত দিল পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২২ ২২:০১ | আপডেট: ৯ আগস্ট ২০২২ ২২:০৩

নোয়াখালী: জেলার কবিরহাট উপজেলায় বিকাশে ভুল নম্বরে পাঠানো এক শারীরিক প্রতিবন্ধী নারীর চিকিৎসার টাকা উদ্ধার করে ফেরত দিয়েছে পুলিশ।

শারীরিক প্রতিবন্ধী নাছরিন আক্তার কবিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ইন্দ্রপুর গ্রামের মো. গোলাম মাওলার মেয়ে। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কবিরহাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম উদ্ধারকৃত টাকা ওই নারীর হাতে হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শারীরিক প্রতিবন্ধী নাছরিন আক্তারের চিকিৎসার জন্য তার ভাই সাইফুল ইসলাম কিছু দিন আগে কুয়েত থেকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা তার মুঠোফোন নম্বরে পাঠায়। টাকাগুলো পাঠানোর সময় ভুল করে নাটোরের অজ্ঞাতনামা ব্যক্তির বিকাশ নম্বরে চলে যায়। টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২ আগস্ট বিকালে কবিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ আরও জানায়, জিডির সূত্র ধরে কবিরহাট থানার ওসির তত্ত্বাবধানে সাত দিনের মধ্যে প্রযুক্তির সহায়তায় টাকা উদ্ধার করে ওই নারীকে বুঝিয়ে দেয় পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে নাছরিন আক্তার বলেন, ‘টাকা ফেরত পেয়ে তিনি খুশি। এভাবে কাজ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো পুলিশের জন্য খুব সম্মানের। ওসি আন্তরিকভাবে কাজ করেছেন। আমি সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের সকলের জন্য দোয়া করি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, ‘মানবিক বিবেচনায় দায়িত্ব নিয়ে কাজ করেছি।’

সারাবাংলা/এনএস

নোয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর