Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফ্লোর প্রাইস থাকবে: বিএসইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২২ ২০:৩৪

ঢাকা: ফ্লোর প্রাইস নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। যা কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টিগোচর হয়েছে। কমিশন গুজব সৃষ্টিকারীদের শনাক্ত করছে এবং অতি দ্রুত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলে জানায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিএসইসি তার নিজস্ব ফেসবুক পেজে বিনিয়োগকারীদের এ তথ্য জানায়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিটি শেয়ারে ফ্লোর প্রাইসের (দরপতনের সর্বনিম্ন সীমা) বিধান অব্যাহত থাকবে বলে জানিয়েছে (বিএসইসি)। কমিশন কর্তৃক যথাযথ ডিরেক্টিভ এর মাধ্যমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লোর প্রাইস অব্যাহত থাকবে বলেও বিনিয়োগকারীদের সতর্ক করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, পুঁজিবাজারে দরপতন ঠেকাতে চলতি বছরের ২৮ জুলাই ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। যা গত ৩১ জুলাই রোববার থেকে কার্যকর রয়েছে।

সারাবাংলা/জিএস/একে

পুঁজিবাজার ফ্লোর প্রাইস বিএসইসি শেয়ার বাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর