Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোয়ারের পানিতে প্লাবিত বরগুনার নিম্নাঞ্চল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২২ ১৭:২১

বরগুনা: নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বৈরি আবহাওয়ায় বরগুনায় থেমে থেমে দমকা বাতাসসহ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শনিবার (১৩ আগস্ট) বরগুনার উপকূলের বেড়িবাঁধের বাইরে থাকা বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ জোয়ারের পানিতে তলিয়ে গেছে।

বরগুনা পৌর শহরের গুরুত্বপূর্ণ বাজার সড়ক, বঙ্গবন্ধু সড়ক, গোলাম সরোয়ার, কলেজ এবং চরকলোনি এলাকার নিচু সড়কের ড্রেন জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। একদিকে থেমে থেমে বৃষ্টি আবার জোয়ারের পানির চাপ বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

বিজ্ঞাপন

শনিবার বরগুনার নদ-নদীর জোয়ারের পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরগুনার পুরাঘাটা-আমতলী,বড়ইতলা-বাইনচটকি ফেরীর গ্যাং জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন পারাপারে ভোগান্তিতে পড়তে হয়।

গোলবুনিয়া এলাকার বাসিন্দা নাসির বলেন, ‘আমাদের ভোগান্তি ছোট থেকেই মনে হয় আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছি! সবসময় জোয়ারের পানিতে ভাসতে হয় আমাদের। দেখার নেই কেউ।’

গোলবুনিয়া প্রাইমারি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, ‘জোয়ার হলেই পানিতে ভিজে স্কুলে প্রবেশ করতে হয়। আমাদের রাস্তাটা যদি উঁচু করা যেত তাহলে হয়তো আর ভিজতে হতো না।’

বরগুনা পৌর শহর ছাড়াও বেতাগী, আমতলী ও পাথরঘাটা পৌর শহরের নিচু সড়ক জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে প্রতিদিন।

পানি উন্নয়ন বোর্ড শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত ৪৭ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

সারাবাংলা/এমও

জোয়ারের পানি নিম্নাঞ্চল বরগুনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর