Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে ব্যাংকের পর আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ সুযোগ বাড়ল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২২ ১৯:১৪

ঢাকা: পুঁজিবাজারে ব্যাংকের পর এবার নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানেরও (এনবিএফআই) বিনিয়োগের সুযোগ বেড়েছে। আর্থিক প্রতিষ্ঠানের উর্ধ্বসীমা (Exposure Limit) নির্ধারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত শেয়ার, ডিবেঞ্চার, কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড ইউনিট এবং পুঁজিবাজারের অন্যান্য নিদর্শনপত্রে বিনিয়োগ হিসাবায়নের ক্ষেত্রে বাজারমূল্য (Market Price)-এর পরিবর্তে ক্রয়মূল্য (Cost Price) বিবেচনা করা হবে।

রোববার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

দেশের সব আর্থিক প্রধান নির্বাহীদের কাছে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের পুঁজিবাজারে শেয়ার ধারণের উর্ধ্বসীমা (Exposure Limit) নির্ধারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত শেয়ার, ডিবেঞ্চার, কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড ইউনিট এবং পুঁজিবাজারের অন্যান্য নিদর্শনপত্রে বিনিয়োগ হিসাবায়নের ক্ষেত্রে বাজারমূল্য-এর পরিবর্তে ক্রয়মূল্য বিবেচনা করতে হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ৪ আগস্ট তফসিলি ব্যাংকগুলোর এক্সপোজার গণনায় সিকিউরিটিজের বাজারমূল্যের পরিবর্তে ক্রয়মূল্যকে বিবেচনায় নেওয়ার নির্দেশনা জারি হয়।

আরও: ‘শেয়ারের ক্রয়মূল্যই ব্যাংকের বিনিয়োগ হিসাব’

সারাবাংলা/জিএস/একে

আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই টপ নিউজ পুঁজিবাজার

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর