Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকবাজার অগ্নিকাণ্ড ও উত্তরার গার্ডার দুর্ঘটনার তদন্ত চান ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২২ ২৩:৪৯

ফাইল ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: চকবাজারে অগ্নিকাণ্ড এবং উত্তরায় গার্ডার চাপায় হতাহতের ঘটনায় তদন্ত দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৫ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি জানান।

পৃথক দু’টি দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে তিনি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিন্তিত করতে হবে, এই দুর্ঘটনায় কারও কোনো অবহেলা আছে কিনা। কারও কোনো অবহেলা থাকলে তাদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে।’

এর আগে, সোমবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে চকবাজারের কামালবাগে দেবী দাস ঘাট এলাকার চারতলা একটি ভবনের রেস্টুরেন্টে আগুন লেগে ছয় কর্মী নিহত হন।

আর বিকেল সোয়া চারটার দিকে উত্তরা জসিমউদ্দিন মোড় প্যারাডাইস ভবনের সামনের রাস্তায় বিআরটি প্রকল্পের একটি গার্ডার প্রাইভেটকারের ওপর পড়ে পাঁচজন নিহত হন। গুরুতর আহত হন দু’জন।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ ফখরুল ইসলাম আলমগীর বিএনপি

বিজ্ঞাপন

বিবেকের খাঁচায় বন্দি সবাই
১২ এপ্রিল ২০২৫ ১৫:১৭

আরো

সম্পর্কিত খবর