বাবার হাসুয়ার কোপে ছেলে খুন
১৬ আগস্ট ২০২২ ২২:০১ | আপডেট: ১৬ আগস্ট ২০২২ ২২:০৭
রাজশাহী: জেলার চারঘাট উপজেলায় বাবার হাসুয়ার কোপে ছেলে খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর হোসেন (৪৫)। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হুজারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল কুদ্দুসকে (৬৫) আটক করেছে পুলিশ। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত জাহাঙ্গীর হোসেনরা দুই ভাই। তার বাবা আব্দুল কুদ্দুস প্রথম স্ত্রী মারা যাবার পর আবার বিয়ে করেছেন। সেই পক্ষের দুই মেয়ে রয়েছে। কয়েক মাস পূর্বে কুদ্দুস আলী দুই মেয়ের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন। এর জের ধরে পারিবারিক কলহ চলছিল।
মঙ্গলবার সকালে জাহাঙ্গীর হোসেন হুজারপাড়া বিলের জমিতে পাট কাটতে যায়। এ সময় আব্দুল কুদ্দুস এবং তার দুই মেয়ে জামাই শনির আলী ও মনির আলী পাট কাটতে নিষেধ করেন। এ সময় বিতর্কের এক পর্যায়ে তিনজন মিলে জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে ওসি আবদুল লতিফ বলেন, জমির বিরোধে জাহাঙ্গীর হোসন খুন হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রধান অভিযুক্ত নিহতের বাবা আব্দুল কুদ্দুসকে আটক করা হয়েছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে।
সারাবাংলা/এনএস