সায়দাবাদে যাত্রীবাহী বাসের ধাক্কায় রিকশা আরোহী নিহত
১৮ আগস্ট ২০২২ ০০:০১
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর সায়দাবাদ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় জব্বার হাওলাদার (৪৫) নামে এক রিকশা আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সায়দাবাদ টার্মিনালের পাশে ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাদিম মুন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে সায়দাবাদ টার্মিনালের পাশের রাস্তা দিয়ে স্বামী-স্ত্রী রিকশা যোগে যাচ্ছিল। তখন যাত্রীবাহী সুরমা সুপার পরিবহনের ধাক্কায় রিকশা থেকে পড়ে গিয়ে ওই বাসের চাকার নিচে পড়ে পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই মারা যায়। তবে একই রিকশায় থাকা তার স্ত্রী ও রিকশা চালক অক্ষত রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
মৃত ব্যক্তির ভাগিনা মো. তোবারক হোসেন জানান, তাদের বাড়ি শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার শিবপুর গ্রামে। তিনি গোপালগঞ্জে ভূমি অফিসে চাকরি করতেন। শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। আজই জব্বার তার স্ত্রী লাকি আক্তারকে নিয়ে ঢাকায় বারডেম হাসপাতালে চিকিৎসক দেখাতে আসেন। চিকিৎসক দেখিয়ে শরিয়তপুরের উদ্দেশে রওনা হতে রিকশা যোগে সায়দাবাদ বাস টার্মিনালে যাচ্ছিলেন তারা।
সারাবাংলা/এসএসআর/পিটিএম