Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডলারে অতিরিক্ত মুনাফা, ৬ ব্যাংকের এমডিকে শোকজ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২২ ২২:৪৮

ঢাকা : ডলার নিয়ে কারসাজ করে অতিরিক্ত মুনাফার অভিযোগে ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) শোকজ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক ছয়টি হলো: ডাচ-বাংলা, সাউথইস্ট, প্রাইম, সিটি, ব্র্যাক ও বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বুধবার (১৭ আগস্ট) ছয় ব্যাংকের এমডিকে এই চিঠি দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক অভিযুক্ত ছয়টি ব্যাংক পরিদর্শন করবে। যদি প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

জানা গেছে, এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে উল্লেখিত ছয় ব্যাংকের ট্রেজারি-প্রধানদের অপসারণের নির্দেশ দিয়ে প্রত্যেক ব্যাংকে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক।

ডলারে অস্বাভাবিক মুনাফার তালিকায় আরও প্রায় এক ডজন ব্যাংক আছে। এ সব ব্যাংককে তদারকির আওতায় আনা হচ্ছে। এ জন্য সব ব্যাংকের কাছে বৈদেশিক মুদ্রা লেনদেনের তথ্য চাওয়া হয়েছে। তালিকায় ব্যাংক এশিয়া, ইসলামী, ইউনাইটেড কর্মাশিয়াল, মার্কেন্টাইল, ঢাকা, এনসিসি ব্যাংক, শাহজালাল ইসলামি ব্যাংক ও ইর্স্টার্ন ব্যাংকের নাম রয়েছে বলেও জানা গেছে। এ সব ব্যাংক ২০২১ সালের প্রথম ছয় মাস বা জানুয়ারি-জুনের তুলনায় চলতি বছরের একই সময়ে ডলারে অতিরিক্ত অস্বাভাবিক মুনাফা করেছে বলে বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শনে উঠে এসেছে।

জানা গেছে, ব্যাংকের রেগুলেটরি ক্যাপিটালের ২০ শতাংশ পর্যন্ত বিদেশি মুদ্রা সংরক্ষণ করার সুযোগ ছিল। ডলার বাজারের অস্থিরতা কমাতে গত ১৫ জুলাই তা কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনে বাংলাদেশ ব্যাংক। এই সীমার বেশি ডলার হাতে থাকলে তা বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো ব্যাংকের কাছে বিক্রি করার বাধ্যবাধকতা রয়েছে ব্যাংকগুলোর।

বিজ্ঞাপন

উল্লেখ্য দাম বাড়ানোর জন্য কেউ যেন ডলার মজুদ না করে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও হুঁশিয়ারি দেওয়া হয়। একই সময়ে ব্যাংকগুলোতেও পরিদর্শন চালায় বাংলাদেশ ব্যাংক। এসব পরিদর্শনের পর খোলাবাজারে গত সপ্তাহ পর্যন্ত ১৩৫টি মানি চেঞ্জারে অভিযান চালিয়ে ৪২টিতে অনিয়ম পাওয়ায় কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়।

এ ছাড়া পাঁচটি মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিতের কথা জানায় বাংলাদেশ ব্যাংক। আর ব্যাংকগুলোর ক্ষেত্রে অতিরিক্ত মুনাফা করার অভিযোগে ছয় ব্যাংকেরকের ট্রেজারি প্রধানকে অপসারণের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।

সারাবাংলা/জিএস/একে

অতিরিক্ত মুনাফা টপ নিউজ ডলার বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর