‘সরকারের বিদায় ছাড়া দেশের মানুষের মুক্তি মিলবে না’
২০ আগস্ট ২০২২ ২৩:১৪
রংপুর: আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার কারণে দেশের মানুষের আজ দুর্বিষহ অবস্থা বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশীদ। তিনি বলেন, ‘এ সরকারের বিদায় ছাড়া দেশের মানুষের মুক্তি মিলবে না। আর এই লক্ষ্য অর্জনে আগামী ২২ আগস্ট থেকে বর্তমান সরকারের সব অন্যায়-লুটপাট-দুর্নীতির তথ্য সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’
শনিবার (২০ আগস্ট) বিকেলে নগরীর শিমুলবাগে একটি কমিউনিটি সেন্টারে রংপুর বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, ‘অবিলম্বে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে সরকারকে বাধ্য করতে হবে। আমরা চাই লুটপাট ও ব্যর্থতার দায় মেনে নিয়ে গণবিরোধী সরকার ক্ষমতা থেকে সরে যাক।’
এমপি হারুন বলেন, ‘ভারতের আশীর্বাদপুষ্ট আওয়ামী লীগ সরকারের জনগণের ভোট ও সমর্থনে আগ্রহ নেই। বর্তমান সরকার ভারতের আশীর্বাদে ক্ষমতায় রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তারা বিদেশি শক্তির সহযোগিতায় ক্ষমতা জবরদখল করে আছে। বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে ভারতের কাছে সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দেশের একজন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত মন্ত্রী প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া এমন সহযোগিতা ভারতের কাছে চাইতে পারেন না। পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের বিষয়টি এখন আওয়ামী লীগ অস্বীকার করছে। অথচ দেশের জনগণ আওয়ামী লীগের এই কূটনৈতিক স্বভাব সম্পর্কে আগে থেকেই অবগত।’
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দলের গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও শহীদ জাহাঙ্গীর আলম, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবীসহ রংপুর বিভাগের বিভিন্ন পর্যায়ের ইউনিটগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সারাবাংলা/এমও