২১ শে আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবি
২১ আগস্ট ২০২২ ২৩:৫৩
২০০৪ সালে ২১শে আগস্ট গ্রেনেড হামলার অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, বৃহত্তর চীন শাখা। রোববার (২১ আগস্ট) সন্ধ্যায় চীন, গুয়াংজৌতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদ, আহতদের জন্য দোয়া, শোক ও প্রতিবাদ সভায় এ দাবি করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ, বৃহত্তর চীন শাখার ভারপ্রাপ্ত সভাপতি যাদব দেবনাথের নেতৃত্বে ও চীন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসীম হোসাইনের সার্বিক তত্বাবধানে বিভিন্ন প্রদেশ থেকে আগত অন্যান্য নেতারা যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২১ শে আগস্ট ২০০৪ সালের গ্রেনেড হামলায় নিহত শহীদ ও আহতদের জন্য দোয়া, শ্রদ্ধাঞ্জলী ও শোক প্রকাশ করেছেন।
সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ২১ আগস্ট গ্রেনেড হামলার অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।
সারাবাংলা/এসএসএ