পটুয়াখালী: কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ২৭টি ট্রলারের ৯ জেলে এখনো নিখোঁজ রয়েছেন। এছাড়া সোমবার (২২ আগস্ট) পর্যন্ত হদিস মেলেনি ৭টি ট্রলারসহ অন্তত ১৩০ জেলের।
নিখোঁজ এসব জেলে পরিবারে চলছে আহাজারি।
তবে গত দুই দিনে মৎস্য মালিক সমিতির উদ্ধারকারী ট্রলার ও কোস্টগার্ডে সদস্যরা পৃথক অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপদগ্রস্ত ৩০০ জেলেকে। সুন্দরবন ও সাগরের বিভিন্ন পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় এসব জেলেদের উদ্ধার করে।
আলীপুর-কুয়াকাটা ও মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতি বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে নিখোঁজ জেলে পরিবারের পাশে দাঁড়াতে মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেছেন পটুয়াখালী-৪ আসেনর সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। জেলেদের দাবির প্রেক্ষিতে তিনি একটি উদ্ধারকারী নৌযানের ব্যবস্থা করার কথা জানিয়েছেন।