৩ হাজার কোটি টাকা পাচার, গ্রামীণ টেলিকমের এমডিসহ ৪ জনকে তলব
২২ আগস্ট ২০২২ ২২:৪২
ঢাকা: শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ এবং প্রায় তিন হাজার কোটি টাকার মানি লন্ডারিংয়ের (অর্থপাচার) দায়ে অনুসন্ধানের অংশ হিসেবে গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালকসহ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
যাদের তলব করা হয়েছে তারা হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল ইসলাম, আইনজীবী মো. ইউসুফ আলী, আইনজীবী জাফরুল হাসান শরীফ ও গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি মো. মাইনুল ইসলাম।
সোমবার (২২ আগস্ট) দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের স্বাক্ষর করা তলবি নোটিশে আগামী ২৫ আগস্ট তাদেরকে কমিশনে হাজির হতে বলা হয়েছে।
গ্রামীণ টেলিকম কোম্পানির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে- অনিয়মের মাধ্যমে শ্রমিক-কর্মচারীদের মধ্যে বণ্টনের জন্য সংরক্ষিত লভ্যাংশের ৫ শতাংশ অর্থ লোপাট, শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধকালে অবৈধভাবে অ্যাডভোকেট ফি ও অন্যান্য ফি’র নামে ৬ শতাংশ অর্থ কর্তন, শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলে বরাদ্দ করা সুদসহ ৪৫ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৬৪৩ টাকা বিতরণ না করে আত্মসাৎ এবং কোম্পানি থেকে দুই হাজার ৯৭৭ কোটি টাকা মানি লন্ডারিংয়ের উদ্দেশ্যে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ।
সারাবাংলা/এসজে/এমও