Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বউবাজার বস্তিতে বর্জ্য থেকে মিলবে সার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২২ ১০:২৮

ঢাকা: রাজধানীর হাজারীবাগের বউবাজার বস্তিতে শুরু হল গৃহস্থালির পচনশীল বর্জ্য দিয়ে সার তৈরির কাজ। পরে এই জৈবসার বাজারজাত করা হবে। ‘ঢাকাকলিং’ কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় ডিএসকে, বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাসনলেজ (বারসিক), কোয়ালিশন ফর দ্যা আরবান পুওর (কাপ) এবং ইনসাইট্স এটি বাস্তবায়ন করবে।

ইউএসএআইডি’র অর্থায়নে এবং কাউন্টার পার্ট ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় কর্মসূচিটি ডিসেম্বর ২০২২ পর্যন্ত চলবে। সোমবার (২২ আগস্ট) বিকাল ৪টায় হাজারীবাগের বউ বাজার এলাকায় সিবিও নেতা মো. হারুন অর রশিদ এর সভাপতিত্বে গৃহস্থালির পচনশীল বর্জ্য থেকে সার তৈরির এই কর্মসূচি উদ্বোধন করেন লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আকমল হোসেন।

বিজ্ঞাপন

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষিবিদ ও বারসিকের পরিচালক মো. এ বি এম তৌহিদুল আলম, বারসিকের প্রজেক্ট ম্যানেজার ফেরদৌস আহমেদ, কৃষক নেতা আলমগীর হোসেন, ফাতেমা আক্তার, আনোয়ার হোসেন, ইয়ুথ লিডার হেনা আক্তার রূপা, সাবিনা নাঈম, কামরুন নাহারসহ অনেকে।

জৈব সার তৈরির উদ্দেশ্যে একটি ড্রামে নানা ধরনের পচনশীল বর্জ্য দিয়ে পূর্ণ করা হয় এবং আরও দু’টি ড্রামে কমিউনিটির মানুষেরা নিয়মিত বর্জ্য ফেলা শুরু করেন। আগামী চার মাসব্যাপী এই কাজ ধারাবাহিকভাবে পরিচালিত হবে এবং পরবর্তী সময়ে বিভিন্ন অঞ্চলে তা ছড়িয়ে দেওয়ার হবে। এই সারকে বাজারজাত করারও একটি পরিকল্পনা রয়েছে ঢাকা কলিং প্রকল্পের উদ্যোগে যেখানে কমিউনিটির সদস্যরাই প্রধান ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানের উদ্বোধক অধ্যক্ষ আকমল হোসেন বলেন, ‘ময়লা-আবর্জনাকে কাজে লাগাতে পারলে এটা আমাদের সমাজের সর্বস্তরে একটি কার্যকর প্রভাব ফেলতে পারে। তারা যে পরিমান বর্জ্য (পচনশীল) প্রতিদিন তৈরি করে তার সঠিক ব্যবহার করতে পারলে সার, গ্যাস ও বিদ্যুতের উপর চাপ অনেকাংশে কমে যেত। বর্তমান সময়ে যে পরিমাণ লোডশেডিং হচ্ছে তা এই বর্জ্য দিয়ে বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি করে মোচন করা সম্ভব ছিল। ঢাকা শহরে প্রায় ৫০ লক্ষ বস্তিবাসী আর প্রায় দুই কোটি মানুষের বসবাস। বস্তিবাসীদের কাজে লাগাতে পারলে ঢাকা শহর পাল্টে যাবে।’

বিজ্ঞাপন

প্রধান অতিথি বিশিষ্ট কৃষিবিদ এবিএম তৌহিদুল আলম বলেন,‘ আপনারা চেষ্টা করলেই পচনশীল নানান বর্জ্য দিয়ে সার তৈরি করতে পারেন। আমরা অনেককে প্রশিক্ষণ দিয়েছি তারাও বিষয়গুলো জানেন। আপনারা যদি জৈব সার তৈরি করে তা বিক্রি করার ব্যবস্থা করতে পারেন সেটা হবে একটা অসাধারণ কাজ।’

কর্মসূচির শুরুতে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে কমিউনিটির বিভিন্ন ঘর থেকে পচনশীল গৃহস্থালির বর্জ্য সংগ্রহ করা হয়েছে। এই কাজগুলো করছে হাজারীবাগের বস্তিবাসীদের প্রতিনিধিরা।

ইয়ুথ সদস্য হেনা আক্তার রূপা বলেন, ‘বস্তি মানেই সবার কাছে দুর্গন্ধ আর বসবাসের অযোগ্য জায়গা, কিন্তু পৃথিবীর অনেক জায়গায় মানুষ বস্তির মানে পাল্টে দিয়েছে। বস্তির তরুণরা নানা ধরনের পরিবেশ রক্ষার কাজে নিজেদের প্রমাণ দিচ্ছে।’

সভাপতির বক্তব্যে হারুন অর রশিদ বলেন, ‘আজ এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই ভাল কিছু করতে চায়। আমরাও বস্তির মানুষেরা একটি এমন মডেল তৈরি করতে চাই যেটা কেবল ঢাকা শহরেই না সারা দেশের নিম্নআয়ের মানুষদের জন্য একটি অনুকরণীয় কাজ হতে পারে।’

সারাবাংলা/আরএফ/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর