Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নার্সিং কলেজের প্রশ্নফাঁস, ৬ জন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২২ ১৮:৫১

প্রতীকী ছবি

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত নার্সিং কলেজসমূহের বিএসসি ইন নার্সিং (পোস্ট বেসিক) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় একটি নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষসহ প্রশ্নফাঁস চক্রের ৬ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ আগস্ট) মামলাটির তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ বিন কাশেম আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের তিন দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— ফরিদা খাতুন, মোছা. মনোয়ারা খাতুন, মোসা. নার্গিস পারভীন, মোছা. কোহিনুর বেগম, মো. ইসমাইল হোসেন এবং মো. আরিফুল ইসলাম। আসামিদের মধ্যে আরিফুল ইসলামের দুই দিন এবং অপর ৫ আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে, গত ২১ আগস্ট রাতে র‌্যাব সদর দফতরে গোয়েন্দা শাখা ও র‌্যাব-১০ এর অভিযানে রাজধানীর বিভিন্ন স্থানে থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের হোতাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় ফাঁসকৃত প্রশ্নপত্রের কপি এবং ৯টি মোবাইল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা প্রশ্নপত্র ফাঁসের সাথে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য দিয়েছে।

সারাবাংলা/এআই/এনএস

প্রশ্নফাঁস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর