Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ দিন বন্ধ থাকবে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২২ ০৯:৪১

ঢাকা: স্কুল-কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে দুই দিন ধরে বন্ধ থাকবে দেশের সব মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানও।

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় করতে গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার নির্ধারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, সোমবার (২২ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানেও সপ্তাহে শুক্র ও শনিবার ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে দেশের প্রায় স্কুল-কলেজে শুক্রবার বাদে সপ্তাহের বাকি ছয়দিনই চলে আসছিল। এবার থেকে সরকারিভাবেই শুক্র ও শনিবার ছুটি কার্যকর করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃহস্পতিবার অর্ধদিবস ক্লাসের পরিবর্তে পূর্ণ দিবস ক্লাস নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সময় পরিবর্তন হচ্ছে না। এজন্য কোনো ধরনের ক্ষতির মুখে শিক্ষার্থীদের পড়তে হবে না। ছয়দিনের পড়া পাঁচদিনে পড়ানো হবে বলে জানান তিনি।

সারাবাংলা/টিএস/এনএস

শিক্ষা মন্ত্রণালয়

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর