Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২২ ১৩:৫৫

বগুড়া: জেলার গাবতলীতে বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে গাবতলী উপজেলার সোনারায় মধ্যপাড়ায় এই খুনের ঘটনা ঘটে। নিহত ঠান্ডা মিয়া (৫০) ওই পাড়ার মৃত কোরবান আলীর ছেলে।

জানা যায়, ঠান্ডা মিয়ার বড় ভাই নুরু মিয়া ও তার স্ত্রী মাজেদা বেগমের সঙ্গে তাদের ছেলে শাহ আলমের স্ত্রীর প্রতিনিয়ত ঝগড়া হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে আবারও তাদের মাঝে ঝগড়া শুরু হলে ঠান্ডা মিয়া গিয়ে তার বড় ভাইকে ঝগড়া করতে নিষেধ করে। এসময় বড় ভাই ক্ষিপ্ত হয়ে ঠান্ডা মিয়ার ওপরে চড়াও হয়ে এলোপাথাড়ি কিল ঘুষি মারেন। মারধরে ঠান্ডা মিয়া অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণ পর সেখানেই তিনি মারা যান। ঠান্ডার মৃত্যুর পরপরই তার বড় ভাই পরিবারের লোকজনসহ পালিয়ে যান।

বিজ্ঞাপন

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঠান্ডা মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশ দাফন শেষে পরিবার থেকে মামলা করা হবে।

সারাবাংলা/এসএসএ

ছোট ভাই নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর