Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবরোধসহ কঠোর কর্মসূচি দেবে বাম জোট

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২২ ১০:২২

ঢাকা: হরতালের পর অবরোধসহ অন্যান্য কঠোর কর্মসূচি ঘোষণা করবে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার (২৫ আগস্ট) পালিত হরতালের পর জোটের অন্যান্য দলের নেতাদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্লিন্স এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সরকার ভীত হয়ে হরতাল কর্মসূচি বানচাল করার জন্য রাজপথে বাস নামিয়েছে। গতকাল বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা থেকে বাম জোটের নেতাকর্মীদের গ্রেফতার করা শুরু করে। পার্টি অফিসের সামনে থেকে দীপকসহ কয়েকজনকে গ্রেফতার করেছে। সরকার দমন-পীড়ন চালিয়ে জনগণের কণ্ঠরোধ করতে চাইছে।’

বিজ্ঞাপন

রুহিন হোসেন প্লিন্স আরও বলেন, ‘জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্য পণ্যের দাম ও পরিবহনের ভাড়া কমানোর দাবি, জনগণের দাবি। এই দাবিতে জনগণ যাতে কথা বলতে না পারে সেজন্য পুলিশ দিয়ে ভয়ের রাজত্ব কায়েম করতে চাচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা মনে করি সরকারের সকল গণবিরোধী সিদ্ধান্ত এখনই রুখে না দাঁড়ালে মানুষের পকেট কাটার এই উৎসব চলতে থাকবে মানুষ নিষ্পেষিত হতে থাকবে।’

প্রিন্স আরও বলেন, এই হরতাল কর্মসূচির আগে লিফলেট বিলির সময় আওয়ামী লীগের লোকজন আমাদের কর্মীদের ওপর হামলা করেছে। এ কাজে তারা পুলিশ বাহিনীকেও ব্যবহার করেছে। বাম গণতান্ত্রিক জোটের এই হরতাল কর্মসূচিতে জনগণের যথেষ্ট সাড়া পেয়েছি।

আওয়ামী লীগের এমপি শাহজাহান খান একজন শ্রমিক নেতা ও বাস মালিক। গতরাতে তিনি বাস মালিক এবং শ্রমিকদের সঙ্গে বৈঠক করে রাস্তায় খালি বাসগুলো নামিয়ে দিয়েছে বলেও অভিযোগ করেন জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্লিন্স।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এনএস

বাম গণতান্ত্রিক জোট

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর