সিলেটে এনজিও কর্মকর্তা খুন, ছিনতাইকারী গ্রেফতার
২৫ আগস্ট ২০২২ ২৩:৫৪
সিলেট: সিলেটে সীমান্তিক এনজিও সংস্থার ব্রাহ্মণবাড়ি ব্রাঞ্চের ম্যানেজার আনোয়ার হোসেন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। ঘটনার ১০ ঘণ্টার মাথায় বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে পুলিশ ছিনতাইকারী মাহফুজুর রহমান বিপ্লবকে ঘটনাস্থলের অদূরের মোমিনখলা এলাকা থেকে গ্রেফতার করেছে।
দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল ইসলাম খান জানিয়েছেন, গ্রেফতার হওয়া বিপ্লব খুনের ঘটনা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার রাত ৯টায় সিলেট রেলওয়ে স্টেশনের সামনের এলাকায় খুন হন এনজিও কর্মকর্তা আনোয়ার। তিনি অফিসের কাজে সীমান্তিকের কেন্দ্রীয় ব্রাঞ্চে এসেছিলেন। ফেরার পথে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন এবং খুন। রাত ১১টার ট্রেনে তারা ব্রাহ্মণবাড়িয়া ফেরার কথা ছিলো।
ওসি জানান, ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় ভোররাতে অভিযান চালিয়ে ছিনতাইকারী বিপ্লবকে গ্রেফতার করা হয়। তার মূল বাড়ি বগুড়ায়। তবে সে নগরের মোমিনখলা এলাকায় বসবাস করতো।
সারাবাংলা/এমও