Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২২ ১২:০২

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজারে কাইয়ুম নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ‌নিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ইটবারদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মোজ্জমেল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আজিজুল হক হাওলাদার জানান, সকালে কাইয়ুম নাস্তা আনতে বাসস্ট্যান্ড এলাকায় যায়। এসময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু তার হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের থেকে এ হত্যা হতে পারে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর