Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৮ আগস্ট ২০২২ ১১:০৮

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়ন থেকে ১৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
শনিবার (২৭ আগস্ট) রাত ১২টার দিকে তাদের কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এদিন রাত সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বেড়ি বাঁধ সংলগ্ন আলমগীরের দোকান এলাকা থেকে তাদের আটক করেন স্থানীয় বাসিন্দারা।

আটক রোহিঙ্গারা হলেন, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮৫নং ক্লাস্টারের মো.তৈয়ব (৩৮) সামসিদা বেগম (৩২),মো.রেন ওয়ান (১৪) তাসমিন আরা (১২) ইয়াসমনি আরা (১০) মো.আনাস (৮) জেসমিন আরা (৬) মো.ইয়াছের (৪) মো.কাওছার (২) শাহারা বেগম (২৭) সুফিয়া (১২) সুমাইয়া (১০) শাবনুর (৬), ৮৬ নং ক্লাস্টারের ইয়াসমিন (৫) আজিজা (১৮) আজিজ খান (১) জাহিদ হোসেন (২২) ৭১ নং ক্লাস্টারের এবাদুল্লাহ (৩০)।

স্থানীয় ফারুক হোসেন জানান, শনিবার রাত ৮টার দিকে উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলমগীরের দোকান এলাকায় কয়েকজন তরুণী কয়েকটি শিশুসহ ঘোরাফেরা করছিলেন। তাদের ঘোরাফেরা সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। তাৎক্ষণিক তাদের চর এলাহী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে রাখা হয়। এরপর রাত সাড়ে ১২টার দিকে সেখান থেকে তাদের কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশে পালিয়ে আসেন আটককৃত রোহিঙ্গারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর