ফলোআপ স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ারে খালেদা জিয়া
২৮ আগস্ট ২০২২ ২১:২৪
ঢাকা: ফলোআপ স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
নিয়মিত চেকআপের অংশ হিসেবে রোববার (২৮ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’ থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন তিনি। এর পর রাত সোয়া ৯টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি।
যাত্রপথে খালেদা জিয়ার গাড়ির বহর ঘিরে প্রচুর নেতাকর্মী জড়ো হন। পরিস্থিতি সামাল দিতে বিএনপির চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের সদস্যরা তৎপর ছিলেন।
উল্লেখ্য, সর্বশেষ গত ২২ আগস্ট মেডিকেল চেকআপ করিয়ে আসেন বিএনপির চেয়ারপারসন। এর আগে, গত ১১ জুন হঠাৎ অসুস্থ হয়ে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরে ২৪ জুন বিকেল ৫টায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন।
এছাড়া, ২০২১ সালের ১১ এপ্রিল কোভিড-১৯-এ আক্রান্ত হন বেগম খালেদা জিয়া। ১৫ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে সিটিস্ক্যান করা হয় তার। ২৭ এপ্রিল করোনার চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কোভিড থেকে সেরে ওঠার পর আরও কিছু শারীরিক সমস্যা হলে সে বছর ২৫ অক্টোবর তার অস্ত্রোপচার করতে হয়।
সারাবাংলা/এজেড/পিটিএম