বগুড়া: জেলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ৩টার দিকে মাটিডালি-পীরগাছা সড়কে বগুড়া সদর উপজেলার চান্দের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক গাবতলী উপজেলার সাতচুয়া গ্রামের সামছুল হকের ছেলে।
জানা গেছে, বগুড়া শহর থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা পীরগাছা বাজারে যাচ্ছিল। পথে চান্দের বাজার নামক স্থানে বিপরীতমুখী একটি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় পরিবহনের কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক জাকির আল আহসান জানান, দুর্ঘটনায় আবু বক্কর নামে এক যুবক মারা যান। তার পরিবারের লোকজন মরহেদটি হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন।