Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫৪

খাগড়াছড়ি: গুইমারায় দুর্বত্তদের গুলিতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের গুইমারা শাখার সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২) নিহত হয়েছেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার দেওয়ান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অংথোই মারমা উপজেলার বুদং পাড়ার (যৌথ খামার) কংহ্লাউ মারমার ছেলে ও ওই এলাকার বাসিন্দা।

তিনি দীর্ঘদিন সংগঠনটির গুইমারা ইউনিটের দায়িত্বে ছিলেন। ঘটনার পর পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করেছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।

কে বা কারা এ ঘটনায় জড়িত এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে না পারলেও ওসি জানান, ঘটনা নিয়ে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

সারাবাংলা/এমও

ইউপিডিএফ নেতা খাগড়াছড়ি গুইমারা টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর