পদ্মার একই জায়গা থেকে ফের অজ্ঞাত মরদেহ উদ্ধার
৩ সেপ্টেম্বর ২০২২ ০০:০২
রাজশাহী: রাজশাহীর পদ্মা নদী থেকে ফের অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর গুড়িপাড়া হাইটেকপার্ক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগের দিন বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে একই জায়গা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এর একদিনের মাথায় ফের ওই স্থান থেকেই মরদেহ উদ্ধার করা হলো। বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের রাজশাহী মহানগর ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক।
তিনি বলেন, ‘বৃহস্পতিবারের মতো শুক্রবারও একটি মরদেহ পদ্মার পাড়ে ভেসে এসেছে বলে জানায় স্থানীয়রা। সেখানে গিয়ে দামকুড়া থানার সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মরদেহটিতে পচন ধরেছে। শরীরে কোনো কাপড় ছিল না। অজ্ঞাত ব্যক্তিটির বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে হবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। দামকুড়া থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, ‘একই জায়গায় পর পর দু’দিন দুটি মরদেহ ভেসে আসা ভাবনার বিষয়। বর্তমানে পদ্মার পানি বাড়ছে। সেইসঙ্গে বাড়ছে স্রোতও। আমাদের এই নদীটির উৎস্থল ভারত। গত কয়েকদিনে বাংলাদেশের মধ্যে কোনো নৌকাডুবির ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে ভারত থেকে মরদেহগুলো ভেসে আসছে।’
তিনি জানান, দুটি মরদেহেই পচন ধরেছে। অজ্ঞাত ব্যক্তিরা বেশ কিছুদিন আগে মারা গেছে। আমরা সব বিষয় মাথায় রেখে তদন্ত করছি।
সারাবাংলা/পিটিএম