Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আ.লীগের লাখ লাখ নেতাকর্মীর কাছে মোহাম্মদ নাসিম গর্বের উপলব্ধি’

স্টাফ করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২২ ২১:১৪

ঢাকা: বাংলাদেশের রাজনীতিতে উজ্বল নক্ষত্রের নাম মোহাম্মদ নাসিম। তিনি বিশ্বস্ত সিপাহশালা হিসেবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পাশে ছিলেন। মনসুরপুত্র নাসিম আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করেছেন। তাই আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীর কাছে মোহাম্মদ নাসিম গর্বের উপলব্ধি। তার কর্মপরিধির বিশালতা রাজনৈতিক জীবনকে বর্ণময় করে রেখেছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মোহাম্মদ নাসিম জনবান্ধব সফল রাজনীতিক’ শীর্ষক স্মরণ ও দোয়া অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে ‘৯৫ ফাউন্ডেশন, কাজিপুর’।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে উজ্বল নক্ষত্রের নাম মোহাম্মদ নাসিম। বলিষ্ঠ নেতৃত্বের নাসিম ছিলেন সাহসী। দৃঢ়চেতা নাসিম ভাই নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন তবুও ভীত হননি। মানুষের অধিকার আদায়ে তার কণ্ঠস্বর ছিল উচ্চ। তিনি আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা রেখেছেন।’

কুষ্টিয়া স্টেডিয়ামে এক হাজার সন্ত্রাসীকে আত্মসমর্পণের ঘটনার স্মৃতিচারণ করে হানিফ বলেন, ‘কুষ্টিয়া অঞ্চলকে সন্ত্রাসমুক্ত করার জন্য অবদান রেখেছেন নাসিম ভাই। তার নেতৃত্বে আমরা এক হাজার সন্ত্রাসীকে আত্মসমর্পণ করিয়েছিলাম। তিনি কুষ্টিয়া অঞ্চলে শান্তির পরিবেশ সৃষ্টি করেছেন।’

মুখ্য আলোচকের বক্তব্যে নাসিমপুত্র তানভীর শাকিল জয় এমপি বলেন, ‘মোহাম্মদ নাসিম বিশ্বস্ত সিপাহশালার হিসেবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পাশে ছিলেন। তিনি আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করেছেন। শত নিষেধের পরও তিনি করোনায় মানুষের পাশে ছুটে গেছেন। সিরাজগঞ্জবাসী তাদের নেতা ও ভাইকে এখনও অনুভব করে।’

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা বলেন, ‘মোহাম্মদ নাসিম ছিলেন সমাজের পিছিয়ে পড়া মানুষের পক্ষে একজন লড়াকু সৈনিক। তার কর্ম জীবনের কর্মপরিধির বিশালতা তার রাজনৈতিক জীবনকে বর্ণময় করে রেখেছে।’

সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত বলেন, ‘আমি সিরাজগঞ্জের মানুষ। সিরাজগঞ্জের রাজনীতির কথা যদি বলি- মোহাম্মদ নাসিমের প্রয়াণের পর আমরা বিভিন্নভাবে দ্বিধা-বিভক্ত। আজ আমরা অভিভাবক শূন্য।’

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী বলেন, ‘মোহাম্মদ নাসিম এক জীবন্ত চেতনার নাম। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শের অতন্দ্র প্রহরী, জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সৈনিক ছিলেন। তার আদর্শ নিয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাব।’

স্মৃতিচারণ অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। এতে সভাপতিত্ব করেন ৯৫ ফাউন্ডেশন কাজিপুর সভাপতি প্রকৌশলী আবু রায়হান।

সারাবাংলা/পিটিএম

৯৫ ফাউন্ডেশন কাজিপুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী মোহাম্মদ নাসিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর