Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২২ ১৭:২৫ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫০

ঢাকা: বিশিষ্ট সুরকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (৪ সেপ্টেম্বর) এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ার তার সৃষ্টির মাধ্যমে দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গন বিশেষ করে সংগীতাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।’

রাষ্ট্রপতি তার রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে, সকাল ৭টা ৫৫ ‍মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যারা যান একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট এই সুরকার ও গীতিকার।

সারাবাংলা/পিটিএম

গাজী মাজহারুল আনোয়ার রাষ্ট্রপতি শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর