Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, থাকবে আরও ৩ দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২২ ১৫:১৮

ছবি: সারাবাংলা

ঢাকা: টানা কয়েকদিনের তাপমাত্রার পারদে জল ঢেলে দিয়েছে বৃষ্টি। দুপুরে শুরু হওয়া বৃষ্টি যেন গরম আর লোডশেডিংয়ে অতিষ্ট জনজীবনে স্বস্তি এনে দিয়েছে। আবহাওয়া অধিফতর বলছে, আগামী তিনদিন সারাদেশেই বৃষ্টিপাত বাড়তে পারে।

সোমবার (৫ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দেশের রাজশাহী, রংপুর, ময়মসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। যে বৃষ্টিপাত শুরু হয়েছে তা অন্তত আগামী তিন দিনে বাড়বে। এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ডিমলায় ৫৬ মিলিমিটার।

মুষলধারে বৃষ্টিপাত শুরু হলেও তাপমাত্রা কমেনি। এখনো দেশের কোনো কোনো স্থানের তাপমাত্রা ৩৫ ডিগ্রির ওপরে। যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্তত দশ জেলার তাপমাত্রা ৩২ ডিগ্রির ওপরে রয়েছে।

সারাবাংলা/জেআর/এনএস

আবহাওয়ার পূর্বাভাস রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর