Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভবিষ্যতে শুধু দুর্যোগ কবলিত এলাকাতেই পরীক্ষা স্থগিত করা হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২২ ১৬:১১

ঢাকা: সিলেটে বন্যার কারণে এবার দেশের কোনো শিক্ষার্থী যথাসময়ে পরীক্ষায় বসতে পারেনি। কয়েকবার পেছানো হয় পরীক্ষার তারিখ। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ভবিষ্যতে এমন পরিস্থিতির সৃষ্টি হলে শুধু ওই দুর্যোগ কবলিত এলাকাগুলোতেও পরীক্ষা স্থগিত রাখা হবে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এ নিয়ে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের দিক থেকে চেষ্টা থাকবে ভবিষ্যতে শুধুমাত্র সেই অঞ্চলেই যেন পরীক্ষা স্থগিত থাকে। বাকি সব এলাকা অর্থাৎ যেখানে সমস্যা নেই সেখানে যেন পরীক্ষা চালিয়ে যেতে পারি। এর আগে ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও সিলেট ও উত্তরাঞ্চলে বন্যার কারণে এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়।’

তিনি আরও জানান, এবার এসএসসি পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশ নেবে।

সংবাদ ব্রিফিংয়ে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়।

নতুন নির্ধারিত তারিখ অনুযায়ী এসএসসি ও সমমানে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে তা ১ অক্টোবর শেষ হবে। এরপর ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হবে।

সারাবাংলা/জেআর/এমও

দুর্যোগ কবলিত পরীক্ষা স্থগিত শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর