Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিলে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫৯

মুন্সীগঞ্জ: টংগীবাড়ি উপজেলার ধামারনে একটি বিলে শাপলা উত্তোলনের সময় তিন শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও এক শিশু। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ধামারণ ইউনিয়নের পশ্চিমের চক বিলে চার শিশু মিলে শাপলা তুলতে গিয়েছিলো। এসময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। দুপুর আড়াইটার দিকে বজ্রপাতে ৪ জনের মধ্যে তিন জনের ঘটনাস্থলে মৃত্যু হয়। একজন গুরুতর আহত হয়।

নিহতরা হলেন- রবিউল হাসান, সাইফুল ইসলাম লামিম ও সানজিদা আক্তার। এছাড়া বজ্রপাতে সিফাত নামে আরেক শিশু গুরুতর আহত হয়েছে।

টংগীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর তাদের উদ্ধার করে দ্রুত মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। আহত সিফাতকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মুন্সীগঞ্জ জেনারেলের হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফেরদৌস হাসান জানান, দুপুরে টঙ্গীবাড়ি থেকে ৩ শিশু-কিশোরকে নিয়ে আসে তাদের স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই ৩ শিশু মারা গিয়েছে। বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এমও

৩ শিশুর মৃত্যু বজ্রপাত শাপলা শাপলা তুলতে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর