সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
১০ সেপ্টেম্বর ২০২২ ২২:৩৪
নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা এলাকার একটি পাঁচতলা ভবন থেকে রবিউল ইসলাম ও স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে লাকী দাসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভবনের দরজা ভেঙে বাসার ভেতর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
বাড়ির মালিক শাহাদাত হোসেন জানান, ১ আগস্ট ৫ম তলার একটি কক্ষ ভাড়া নেন স্বামী- স্ত্রী। আজ ঘরের ভেতর থেকে দরজা লাগানো অবস্থায় গন্ধ পাওয়া যায়। পরে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে দরজা ভেঙে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে। রবিউল পেশায় রাজমিস্ত্রি।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, ঘরের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দু’টি মেঝেতে পড়েছিল। তিন/চার দিন আগে তাদের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, ঘটনাটি আত্মহত্যা। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, স্ত্রী লাকী দাস গত ১৪ জুন নোটারি পাবলিকের মাধ্যমে হিন্দু থেকে মুসলিম হয়েছে। মুসলিম হওয়ার পর তার নাম রাখা হয় আয়েশা সিদ্দিকা।
সারাবাংলা/পিটিএম