Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড্যাপের গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪৭

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) সংশোধিত মাস্টারপ্ল্যানের গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে পিআইডব্লিউর চেয়ারম্যান, রাজউকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। তিনি জানান, ড্যাপের নতুন গেজেট বাস্তবায়ন হলে অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন। আমি নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছি। এ কারণে ড্যাপের সংশোধিত মাস্টারপ্ল্যানের গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছি।

গত ২৩ আগস্ট রাজধানী ঢাকাকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ২০ বছর (২০১৬-২০৩৫ সাল) মেয়াদি ড্যাপের গেজেট প্রকাশ করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর মাধ্যমে ২০১০ সালে পাস হওয়া ড্যাপ কার্যকারিতা হারায়।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রাজউকের এখতিয়ারভুক্ত ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকার জন্য ঢাকা মহানগর এলাকার ড্যাপের (২০১৬–২০৩৫) খসড়া ২০২০ সালে প্রকাশ করা হয়। এরপর খসড়ার ওপর সুপারিশ ও আপত্তি দাখিল করার জন্য সবার কাছে পত্র আহ্বান জানানো হয়। পরে আপত্তি ও সুপারিশ বিবেচনা করে মহাপরিকল্পনাটি অনুমোদন করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি ২০১০ সালে পাস হওয়া ড্যাপ রহিত করা হলো। কিন্তু প্রজ্ঞাপন প্রকাশের আগ পর্যন্ত ২০১০ সালের ড্যাপের অধীনে যেসব কাজ শেষ হয়েছে বা ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলো বৈধ বলে গণ্য হবে বলে গেজেটে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এনএস

ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) ড্যাপ

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর