Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪১

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তির এ সময়ে টিকে থাকতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে পড়ালেখায় আরও মনোযোগী হতে হবে। সরকার শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে। শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকতার সঙ্গে বিভিন্ন যুগোপযোগী কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছে।’

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার ও সা‌র্টি‌ফি‌কেট প্রদান অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ৪৯তম জাতীয় স্কুল, মাদরাসা ও কা‌রিগ‌রি শিক্ষা ক্রীড়া স‌মি‌তির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতি‌যোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতি‌যোগিতা-২০২২ এর বিজয়ী‌দের মা‌ঝে এই পুরস্কার দেওয়া হয়।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা মেধাভিত্তিক শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন কর‌বে বলে আশা প্রকাশ করে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করেছে। অতীতে কোন সরকার শিক্ষার উন্নয়নে এতো উন্নয়নমূলক কাজ করেনি। প্রতিটি বিদ্যালয়েই নতুন নতুন ভবন নির্মাণ করা হয়েছে। শেখ রা‌সেল ডি‌জিটাল ল্যাব হ‌য়ে‌ছে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলায় মনোযোগ দিতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘দেশ ও জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। সুস্থ মন ও সুস্থ দেহ গঠনে খেলাধুলার বিকল্প নেই। আজ যারা প্রতিযোগিতায় বিজয়ী হতে পারনি তোমাদের মন খারাপ করলে চলবে না। আগামীতে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মনোযোগী হতে হবে।’

বিজ্ঞাপন

রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভুঁইয়ার সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপ‌জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা র‌ফিক উদ্দিন আহ‌মেদ, উপ‌জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমানসহ অনেকে।

সারাবাংলা/এমও

বস্ত্র ও পাটমন্ত্রী শিক্ষা ক্ষেত্র

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর