ছাত্রলীগ নেতার মামলায় সোনাইমুড়ি বিএনপির ১০৫ নেতাকর্মীর জামিন
১১ সেপ্টেম্বর ২০২২ ১৮:২১
ঢাকা: ছাত্রলীগ নেতার দায়ের করা মামলায় নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা বিএনপির ১০৫ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১১ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া।
গত ২৭ আগস্ট বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ীতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় দুটি মামলা হয়। এর মধ্যে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিদোয়ান ভূঁইয়া বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর সোনাইমুড়ী থানায় মামলা করেন। মামলায় হামলা, হত্যাচেষ্টা ও চুরির অভিযোগ আনা হয়েছে।
এতে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকনসহ দলটির ১৭৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।
সারাবাংলা/কেআইএফ/একে