Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ইন্টারপা’র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২২ ২৩:৩৩

ঢাকা: বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারপা’র (International Association of Police Academies-INTERPA) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের ব্যবস্থাপনায় সোমবার (১২ সেপ্টেম্বর) ঢাকায় শুরু হওয়া ১১তম ইন্টারপা বার্ষিক সম্মেলনের সাধারণ সভায় বাংলাদেশ সংগঠনটির কার্যকরী পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়। বাংলাদেশ ছাড়াও এ নির্বাচনে কাতার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে বিশ্বের ৬৩টি দেশ ইন্টারপা’র সদস্য। এর সদর দফতর তুরস্কে অবস্থিত।

এদিকে, ইন্টারপা সম্মেলনের দ্বিতীয় দিনে সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা সোশ্যাল ভিজিটের অংশ হিসেবে আজ জাতীয় সংসদ, ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর এবং রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধিরা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, তিন দিনব্যাপী ১১তম ইন্টারপা বার্ষিক সম্মেলন সোমবার ঢাকায় শুরু হয়েছে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

ইন্টারপা নির্বাচিত বাংলাদেশ ভাইস প্রেসিডেন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর