Saturday 12 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এরশাদ ট্রাস্টের সদস্য হলেন সাদ এরশাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৮

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে ও রংপুর ৩ সদর আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদকে এরশাদ ট্রাস্টের সদস্য করা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) মহাগির আর মাহি সাদকে এরশাদ ট্রাস্টের সদস্য পদ প্রদান করা হয়। ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদ তাকে সদস্যপদ প্রদান করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট’।

এ বিষয়ে কাজী মামুনুর রশিদ জানান, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও বেগম রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদকে ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট’র সম্মানিত সদস্য পদ প্রদান করা হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/এনএস

রাহগির আল মাহি সাদ সাদ এরশাদ হুসেইন মুহম্মদ এরশাদ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর