Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোয়ার ৮ কংগ্রেস বিধায়ক যোগ দিলেন বিজেপিতে

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২২ ১৫:১২

ঢাকা: ভারতের রাজনীতিতে ফের বড় ধাক্কা খেলো ভারতীয় কংগ্রেস। গোয়ায় ১১ জন কংগ্রেস বিধায়কের ৮ জন যোগ দিয়েছেন বিজেপিতে। বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রবীণ কংগ্রেস নেতা দিগম্বর কামাত এবং মাইকেল লোবোর নেতৃত্বে বিধায়করা বিজেপিতে যোগ দেন।

এমন এক সময় বিধায়করা কংগ্রেস বিধায়করা বিজেপিতে যোগ দিলেন, যখন রাহুল গান্ধী দেশজুড়ে ভারত জোড়ো শিরোনামে যাত্রা শুরু করেছেন। দলত্যাগী কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আন্দোলনকে কটাক্ষ করে বিজেপির পতাকা হাতে নিয়ে বলেছেন, এটি এখন কংগ্রেস ছাড়ো, বিজেপিতে জোড়ো।

উল্লেখ্য যে, বর্তমানে ৪০ সদস্যের গোয়া বিধানসভায় কংগ্রেসের মাত্র ৩ জন সদস্য রইলেন।

কংগ্রেসের মুখপাত্র পবন খেরার বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেছেন, বিজেপি কেন্দ্রীয় এজেন্সি কাজে লাগিয়েছে। তারা গুণ্ডাদের দিয়ে বিরোধীদের হুমকি দিয়েছে, বড় অঙ্কের টাকার প্রলোভন দেখিয়েছে।

এদিকে গোয়ায় কংগ্রেসের জোটসঙ্গী ফরওয়ার্ড পার্টির তরফ থেকে প্রতিক্রিয়ায় বলা হয়েছে, দলবদল করা বিধায়করা আসলে অশুভ আত্মার প্রতীক।

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর