Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইস্টার্ন ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২২ ২২:০৩

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিএসইসি‘র কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ইস্টার্ন ব্যাংকের ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল, আনসিকিউরড, পূর্ণ অবসায়ন যোগ্য, ফুলটিং রেট সাব অর্ডিনেটড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। বন্ডটির মেয়াদ হবে সাত বছর।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা। এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন অর্থ দিয়ে ইস্টার্ন ব্যাংক টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে।’

জানা গেছে, ‘আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, করপোরেট এবং উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে বন্ডটি ইস্যু করা হবে। এই বন্ডের কুপন হার ৬ থেকে ৯ শতাংশের মধ্যে থাকবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট কাজ করছে। অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্ত হওয়ার শর্তে বন্ডটির অনুমোদন দেওয়া হয়েছে।

ইস্টার্ন ব্যাংক বন্ড অনুমোদন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর