Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর কারওয়ানবাজারে ট্রেনের ধাক্কায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:২২

ঢাকা: রাজধানীর কারওয়ানবাজারে ট্রেনের ধাক্কায় ভজেদ্র চন্দ্র মন্ডল (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কারওয়ানবাজার ১নং ডিআইটি মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত ভজেদ্র চন্দ্র মন্ডল কারওয়ানবাজারে কাঠের দোকানে কাজ করতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশটি মর্গে রাখা হয়েছে। ট্রেনের সঙ্গে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।

মৃত ভজেন্দ্র চন্দ্র মন্ডলের পরিচিত মো. জসিম জানান, সকালে ডিআইটি মার্কেটের সামনের রাস্তায় কিছু লোকজন তাকে ডিআইটি মার্কেটের সামনে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জসিম জানান, ঢামেক হাসপতাল থেকে কারওয়ানবাজারে গিয়ে স্থানীয়দের বলতে শোনা যায়, ট্রেনের সাথে এই দুর্ঘটনা ঘটেছে।

ভজেন্দ্র চন্দ্র মন্ডলের ভাগনি শিলা সেন জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ভাড়ালিয়া গ্রামে। পরিবার নিয়ে কারওয়ানবাজার খ্রিস্টান পাড়া এলাকায় থাকেন। ভজেন্দ্র চন্দ্রের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী জানান, কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় ভজেন্দ্র চন্দ্র মন্ডল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে কোন ট্রেনের ধাক্কায় তিনি মারা গেছেন তা জানা যায়নি।

সারাবাংলা/এসএসআর/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর