Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দগ্ধ আবু হেনা রনি ও পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কামুক্ত নয়’

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩০

ঢাকা: গাজীপুর মেট্রোপলিটনের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাসবেলুন বিস্ফোরণে দগ্ধ আবু হেনা রনিসহ পুলিশ সদস্যের অবস্থা একেবারে আশঙ্কামুক্ত নন। তাদের দুজনেরই শ্বাসনালী সামান্য দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘সকালে দগ্ধ দুজনের শরীরে ড্রেসিং করা হয়েছে। দুজনেরই শ্বাসনালীতে বার্ন রয়েছে।’

বিজ্ঞাপন

ডা. সামন্ত লাল সেন জানান, আবু হেনা রনির দুই হাত, কান ও মুখমন্ডলের কিছু অংশসহ শরীরের ২৫ শতাংশ হয়েছে। আর পুলিশ সদস্য জিল্লুর রহমানের দগ্ধ হয়েছে ১৯ শতাংশ।

গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনি দগ্ধ

ডা. সেন জানান, তাদের দু’জনকে সকালে পঞ্চম তলায় অপারেশন থিয়েটারে নিয়ে ক্ষতস্থানে ড্রেসিং করা হয়েছে। এরপর তাদের ৬ তলার হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। তাদের দু’জনেরই শ্বাসনালী সামান্য দগ্ধ হয়েছে। সেটি একেবারে গুরুতর না হলেও তাদের গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদেরকে শঙ্কামুক্ত বলা যাবে না

উল্লেখ্য, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গাজীপুর মহানগর পুলিশের চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনি এবং পুলিশ সদস্য জিল্লুর রহমানসহ (৩২) কয়েকজন দগ্ধ হন। দগ্ধ আবু হেনা রনি ও জিল্লুর রহমানকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

আবু হেনা রনি গাজীপুর মেট্রোপলিটন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর