রাজধানীতে গাছ চাপায় নির্মাণ শ্রমিক নিহত
১৭ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৫
ঢাকা: রাজধানীর মধ্য বাড্ডায় নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময় গাছ চাপায় মোস্তফা আলী (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মধ্য বাড্ডা ইউলুপের পাশে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা আল-আমিন জানান, তাদের বাড়ি নেত্রকোনা জেলার পুর্বধলা উপজেলার চন্দরা গ্রামে। বর্তমানে মধ্য বাড্ডা এলাকাতে থাকেন। মৃত মোস্তফার স্ত্রী দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন।
তিনি আরও জানান, কয়েকদিন ধরে তারা ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করছিলেন। শনিবার বিকেলে কাজ করার সময় পাইলিংয়ের গাছ মোস্তফার মাথায় পড়লে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/ইআ