জাহাজের ধাক্কায় নৌকাডুবি, উদ্ধার ৪
১৭ সেপ্টেম্বর ২০২২ ২০:২৪
চট্টগ্রাম ব্যুরো : গভীর সাগরে জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া একটি নৌকার চার আরোহীকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে এ দুর্ঘটনা ঘটে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
উদ্ধার চারজন হলেন- নুরুল আলম (৫০), সাদ্দাম (২০), রহিম মোল্লা (২০) ও নয়ন সিদ্দিক (২১)। এরা কক্সবাজার জেলার বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বন্দরের বহির্নোঙরে এমভি এন্ড্রোমেডা নামে একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে লবণবোঝাই একটি নৌকার সংঘর্ষ হয়। এতে নৌকাটি ডুবে যায়। দুপুর সোয়া ১টার দিকে নৌবাহিনীর এন্টি স্মাগলিং টিমের সদস্যরা খবর পেয়ে দু’টি হাইস্পিড বোট নিয়ে অভিযান চালিয়ে চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে।
তাদের নগরীর পতেঙ্গা নৌবাহিনীর ঘাঁটিতে এসে জরুরি চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সারাবাংলা/আরডি/একে