Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলে নকল দিতে গিয়ে ৩ শিক্ষক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২২ ২২:৪০

পটুয়াখালী: জেলার রাঙ্গাবালীতে এসএসসি পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের দায়ে তিন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের মামলা দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে দুপুরের দিকে উপজেলার মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার তিনজন হলেন-মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক সুজিত বিশ্বাস (৩২), গনিতের খণ্ডকালীন শিক্ষক মো.তৈয়ব (৩২) ও সমাজ বিজ্ঞানের খণ্ডকালীন শিক্ষক রীমা বেগম (২৭)।

মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ হাসান জানান, পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকে প্রশ্নপত্রের ওপর উত্তর লিখে শিক্ষার্থীদের কাছে দেয়ার সময় তাদের তিনজনকে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে আসেন। পরীক্ষা শেষে তাদেরকে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। এরপর সন্ধ্যায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, আটককৃতরা থানা হেফাজতে আছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান।

সারাবাংলা/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর