Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশিকে ফেরত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২২ ১১:১৭ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ ১৩:১৮

যশোর: ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ছয় বাংলাদেশিকে তিন বছর পর ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

গতকাল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন— বাগেরহাটের শাহাজান ব্যাপারীর ছেলে বেলাল ব্যাপারী, ইউনুছ আলী খানের ছেলে সাইদুখ খান, বেলাল ব্যাপারীর মেয়ে জান্নাতুল খাতুন, শহিদুল খানের ছেলে রমজান ও নারানগঞ্জের মহিদুল ইসলামের মেয়ে মুক্তা বেগম। ফেরত আসা নারীদের আইনী সহয়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার এনজিও সংস্থা দায়িত্ব গ্রহণ করেছে।

সংস্থাটির যশোরের সিনিয়র প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন জানান, ভাল কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহয়তা দিতে ভারতীয় রেসকিউ ফাউন্ডেশন নামে একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে নিজেদর হেফাজতে নেয় ।

দীর্ঘ তিন বছর পর দুই দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে দেশে ফেরার সুযোগ পেলেন তারা। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহয়তা চাইলে তা দেওয়া হবে বলেও জানিয়েছেন সংস্থাটির এই কর্মকর্তা।

সারাবাংলা/এনএস

যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর