Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাইভেট কারে মিলল ৭৩৮ বোতল ফেনসিডিল, আটক ২


২৬ এপ্রিল ২০১৮ ১২:০৭ | আপডেট: ২৬ এপ্রিল ২০১৮ ১২:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেট কারে তল্লাশি করে ৭৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে  র‌্যাব। এসময় দুজনকে আটক করা হয়েছে। এরা হলেন, মো. বেলাল (৩৭) এবং মো. সোহেল (২৮)।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) ভোর ৬টার দিকে সংবাদ পেয়ে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারইয়ারহাট এলাকায় কারটিতে তল্লাশি চালায় র‌্যাব।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি মিমতানুর রহমান সারাবাংলাকে জানান, মাদক পাচারকারীরা কুমিল্লা থেকে ফেনসিডিলগুলো নিয়ে চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে র‌্যাব।

সারাবাংলা/আরডি/টিএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর