Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বাধীনতা অর্জিত না হলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হতো না’

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২২ ২০:৩২

ঢাকা: স্বাধীনতা অর্জিত না হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতো না বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

শনিবার (২৪ সেপ্টেম্বর ) সন্ধ্যায় রাজধানীর নটরডেম কলেজ ইংলিশ ক্লাব আয়োজিত সপ্তম জাতীয় ইংলিশ কার্নিভাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, ‘স্বাধীনতা অর্জিত না হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতো না। পাকিস্তান আমলে বাঙালিদের কোনো অধিকার ছিল না। পাকিস্তানিরা সব সুবিধা নিত, কিন্তু আমরা সুবিধা থেকে বঞ্চিত হতাম। আমরা যদি স্বাধীনতা না পেতাম তাহলে কখনো ভালো চাকরি পেতাম না। কিন্তু এখন আমরা পাকিস্তানের চেয়ে এগিয়ে।’

মন্ত্রী বলেন, ‘ব্যক্তিজীবন কিংবা কর্মজীবনে সফল হতে হলে ইংরেজি শেখার বিকল্প নেই। ইংরেজি শিক্ষার মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে দেশের শিক্ষার্থীরা। আমাদের শিক্ষার্থীরা ইংরেজিতে দুর্বল। তবে শিক্ষার্থীরা যদি চেষ্টা করে এবং চর্চা অব্যাহত রাখে তাহলে ইংরেজি ভীতি দূর করে কর্মজীবনে সফল হবে।’

নটরডেম কলেজের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, ‘এক সময় এই কলেজে আমি পড়েছি। তখন এই কলেজে ইংরেজি ক্লাব ছিল না। ইংরেজি আন্তর্জাতিক ভাষা। এটা সবার জানা দরকার। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের ইংরেজি জানতে হবে। আমরা ইংরেজিতে দুর্বল। অনেক শিক্ষার্থী ইংরেজি ভয় পায়। এটা চর্চা করলে আরও ভালো হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমান্ত পিউস রোজারিও।

সারাবাংলা/এসজে/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর