Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি পেলেন ১১২ বিচারক

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২২ ২০:৪৩

ঢাকা: ১১২ যুগ্ম জেলা জজকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি দিয়েছে সরকার।

রোববার (২৫ সেপ্টেম্বর) এ বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৩) হতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এসব (১১২ জন) বিচারকগণকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ এর বেতন স্কেলের ২য় গ্রেডে ৬৩৩৫০-৭৫৮৮০ বেতনক্রমে যুগ্ম জেলা ও দায়রা জজ পদ হতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রদানপূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে নিয়োগ/ বদলি করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত বিচারকগণেরা জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ/চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/দপ্তর প্রধান কর্তৃক মনোনীত বিচারকদের নিকট আগামী ২৮ সেপ্টেম্বর বা প্রশিক্ষণ/ছুটি শেষে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে অবিলম্বে যোগদানের জন্য অনুরোধ করা হলো।

সারাবাংলা/কেআইএফ/একে

অতিরিক্ত জেলা জজ জেলা জজ বিচারক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর