সাজেদা চৌধুরীর আসনে উপনির্বাচন আগামী ৫ নভেম্বর
২৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:১৮ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৯:৪৭
ঢাকা: আগামী ৫ নভেম্বর ফরিদপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের প্রয়াত উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মুত্যুতে আসনটি শূন্য হয়েছিল।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) কমিশন বৈঠক শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার ফরিদপুর-২ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ইসি সচিব জানান, ফরিদপুর-২ আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টোবর, প্রার্থিতা যাচাই বাছাই ১২ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর এবং ভোটগ্রহণ আগামী ৫ নভেম্বর।
ইসি সূত্র জানায়, উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।
উল্লেখ, সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা গেলে এই আসনটি শূন্য হয়ে পড়ে।
সারাবাংলা/জিএস/ইআ