নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আলাবক্সের প্রার্থিতা বহাল
২৬ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৯
ঢাকা: নোয়াখালী জেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার জজ আদালত।
সোমবার (২৬ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। টিটুর পক্ষে ছিলেন রুহুল কুদ্দুস কাজল।
এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) ঋণখেলাপির অভিযোগে নোয়াখালী জেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একইসঙ্গে টিটুর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।
মামলার বিবরণে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর ঋণখেলাপির অভিযোগে আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এরপর মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেন আলাবক্স তাহের টিটু।
২২ সেপ্টেম্বর আপিলেট অথরিটি আলাবক্স তাহের টিটুর আপিল আবেদন খারিজ করে দেন। এরপর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি।
গতকাল (২৫ সেপ্টেম্বর) ওই রিটের শুনানি শেষে রিটার্নিং অফিসার ও আপিলেট অথরিটি কর্তৃক মনোনয়নপত্র বাতিলের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি রিটকারীর মনোনয়নপত্র গ্রহণ করে নোয়াখালী জেলার রিটার্নিং অফিসারকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন আদালত।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর নোয়াখালী জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/কেআইএফ/ইআ