আলীকদমে ট্রফি ভাঙা ইউএনও’কে ঢাকায় বদলি
২৭ সেপ্টেম্বর ২০২২ ১১:৪৬
ঢাকা: বান্দরবানের আলীকদমে ফুটবল টুর্নামেন্টের ট্রফি ভাঙা সেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলামকে বদলি করে ঢাকা বিভাগে আনা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঢাকা বিভাগে ন্যাস্ত করা হলো।
ট্রফি ভাঙলেন আলীকদমের ইউএনও, অপসারণ দাবিতে বিক্ষোভ
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর আলীকদম উপজেলার ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন না করে খেলোয়ার ও কয়েক’শো দর্শকের সামনে ট্রফি ভেঙে আলোচনায় আসেন তিনি। এ ঘটনায় স্থানীয় সহকারী জেলা প্রশাসককে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। সে কমিটির প্রতিবেদনের পরিপ্রক্ষিতে তার বদলির আদেশ এলো।
সারাবাংলা/জেআর/এমও